৬৭. লুটতরাজ কিংবা কোন পশু বা মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কেটে তার গঠনাকৃতি বিকৃত করা

আব্দুল্লাহ্ বিন্ ইয়াযীদ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّهْبَةِ وَالْـمُثْلَةِ

‘‘রাসূল (সা.) লুটতরাজ কিংবা কোন পশু বা মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কেটে তার গঠনাকৃতি বিকৃত করতে নিষেধ করেছেন’’।[1]

>
[1] (বুখারী, হাদীস ৫৫১৬)