৬২. চারপাশ ঘেরা নেই এমন ছাদে রাত্রি যাপন করা কিংবা উত্তাল নদীতে নদী ভ্রমণ করা

যুহাইর (রাহিমাহুল্লাহ্) থেকে বর্ণিত তিনি জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

مَنْ بَاتَ فَوْقَ بَيْتٍ لَيْسَ لَهُ إِجَّارٌ فَوَقَعَ فَمَاتَ ؛ فَبَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ ، وَمَنْ رَكِبَ الْبَحْرَ عِنْدَ ارْتِجَاجِهِ فَمَاتَ ؛ فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ

‘‘যে ব্যক্তি চারদিক ঘেরা নেই এমন ছাদে রাত্রি যাপন করা অবস্থায় নিচে পড়ে মারা গেলো কারোর উপর তার কোন দায়-দায়িত্ব থাকবে না। তেমনিভাবে যে ব্যক্তি উত্তাল সাগরে ভ্রমণ করে মারা গেলো কারোর উপর তারও কোন দায়-দায়িত্ব থাকবে না’’।[1]

>
[1] (আহমাদ্ ৫/২৭১ সিল্সিলাতুল-আহাদীসিস-সাহীহাহ্, হাদীস ৮২৮)