২৯. জানাযা কবরের পাশে রাখার আগে কারোর সেখানে বসে পড়া

আবু সা’ঈদ্ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

إِذَا اتَّبَعْتُمْ جَنَازَةً فَلاَ تَجْلِسُوْا حَتَّى تُوْضَعَ

‘‘যখন তোমরা জানাযার পেছনে পেছনে যাবে তখন তোমরা কবরের পাশে গিয়ে বসে পড়বে না যতক্ষণ না সেখানে জানাযা রাখা হয়’’।[1]

>
[1] (মুসলিম, হাদীস ৯৫৯)