জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত মুযাফফর বিন মুহসিন ১৪ টি অধ্যায় ২১৮ টি অনুচ্ছেদ সম্পূর্ণ বইটি একসাথে পড়ুন
অধ্যায় ও অনুচ্ছেদ তালিকা
ভূমিকা অনুচ্ছেদ ২ টি উক্ত গ্রন্থের গুরুত্বপূর্ণ ভূমিকা - প্রথম অংশ উক্ত গ্রন্থের গুরুত্বপূর্ণ ভূমিকা - দ্বিতীয় অংশ পবিত্রতা (ওযূ ও তায়াম্মুম) অনুচ্ছেদ ৩৫ টি (১) মিসওয়াক করার ফযীলত ৭০ গুণ (২) যায়তুন দ্বারা মিসওয়াক করা ফযীলতপূর্ণ (৩) আঙ্গুল দিয়ে মিসওয়াক করাই যথেষ্ট (৪) ছিয়াম অবস্থায় কাঁচা ডাল দ্বারা মিসওয়াক না করা (৫) মাথায় টুপি দিয়ে বা মাথা ঢেকে টয়লেটে যাওয়া (৬) পানি থাকা সত্ত্বেও কুলুখ নেওয়া অথবা কুলুখ নেওয়ার পর পুনরায় পানি নিয়ে ইস্তিঞ্জা করা (৭) কুলুখ নিয়ে হাঁটাহাঁটি করা (৮) ওযূর অবশিষ্ট পানি দ্বারা ইস্তিঞ্জা করা যাবে না এবং ইস্তিঞ্জা করার পর অবশিষ্ট পানি দ্বারা ওযূ করা যাবে না বলে ধারণা করা (৯) পেশাব-পায়খানা থেকে বের হওয়ার পর ‘আল-হামদুলিল্লা-হিললাযি আযহাবা আন্নিল আযা ওয়া ‘আফানী’ দু‘আ পাঠ করা (১০) ওযূর শুরুতে মুখে নিয়ত বলা (১১) ওযূর শুরুতে ‘বিসমিল্লা-হির রহমা-নির রাহীম আল-ইসলামু হাক্কুন, ওয়াল কুফরু বাতিলুন, আল-ঈমানু নূরুন, ওয়াল কুফরু যুলমাতুন’ দু‘আ পাঠ করা (১২) প্রতিটি অঙ্গ ধৌত করার সময় পৃথক পৃথক দু‘আ পড়া (১৩) ওযূর পানি পাত্রের মধ্যে পড়লে উক্ত পানি দ্বারা ওযূ হবে না বলে বিশ্বাস করা (১৪) ত্রুটিপূর্ণ কথা বললে ওযূ নষ্ট হয়ে যায়। ওযূর সময় কথা বললে ফেরেশতারা রুমাল নিয়ে চলে যায় (১৫) কুলি করার জন্য আলাদা পানি নেওয়া (১৬) কান মাসাহ করার সময় নতুন পানি নেওয়া (১৭) মাথা ও কান মাসাহ করার জন্য নতুন পানি না নেওয়া (১৮) মাথার এক-চতুর্থাংশ মাসাহ করা (১৯) ওযূতে ঘাড় মাসাহ করা (২০) ওযূর পর অঙ্গ মুছতে নিষেধ করা (২১) হাত ধোয়ার সময় কনুই-এর উপরে আরো বেশী করে বাড়িয়ে ধৌত করা (২২) চামড়ার মোজা ছাড়া মাসাহ করা যাবে না বলে ধারণা করা (২৩) মোজার উপরে ও নীচে মাসাহ করা (২৪) ওযূর পর আকাশের দিকে তাকিয়ে দু‘আ পড়া (২৫) ওযূর পরে সূরা ক্বদর পড়া (২৬) রক্ত বের হলে ওযূ ভেঙ্গে যায় (২৭) বমি হলে ওযূ ভেঙ্গে যায় (২৮) ওযূ থাকা সত্ত্বেও ওযূ করলে দশগুণ নেকী (২৯) মুছল্লীর ওযূতে ত্রুটি থাকলে ইমামের ক্বিরাআতে ভুল হয় (৩০) মাথার চুলের গোড়ায় নাপাকি থাকবে মনে করে সর্বদা মাথার চুল ছোট করে রাখা বা কামিয়ে রাখা (৩১) ঋতুবতী বা অপবিত্র ব্যক্তিদেরকে সাধারণ কাজকর্ম করতে নিষেধ করা (৩২) পবিত্রতা সম্পর্কে প্রসিদ্ধ কয়েকটি যঈফ ও জাল হাদীছ (৩৩) তায়াম্মুমের সময় দুইবার হাত মারা ও কনুই পর্যন্ত মাসাহ করা তায়াম্মুমের সঠিক পদ্ধতি ওযূ করার সঠিক পদ্ধতি ছালাতের ফযীলত অনুচ্ছেদ ৮ টি ছালাত জান্নাতের চাবি এক ওয়াক্ত ছালাত ছুটে গেলে এক হুকবা বা দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে - ১ এক ওয়াক্ত ছালাত ছুটে গেলে এক হুকবা বা দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে - ২ এক ওয়াক্ত ছালাত ছুটে গেলে এক হুকবা বা দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে - ৩ এক ওয়াক্ত ছালাত ছুটে গেলে এক হুকবা বা দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে - ৪ ছালাতের ফযীলত সংক্রান্ত উদ্ভট ও মিথ্যা কাহিনী সমূহ ছালাতের ছহীহ ফযীলত সমূহ ছালাত পরিত্যাগকারীর হুকুম মসজিদ সমূহ অনুচ্ছেদ ২২ টি (১) মসজিদের ফযীলত সংক্রান্ত প্রসিদ্ধ যঈফ হাদীছ (২) তিন মসজিদ ব্যতীত অধিক নেকীর আশায় অন্য কোন মসজিদে সফর করা (৩) কবরস্থানে মসজিদ তৈরি করা এবং সেখানে ছালাত আদায় করা (৪) মসজিদের পাশে মৃত ব্যক্তির কবর দেওয়া (৫) মসজিদের দেওয়ালে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মাদ’ লেখা, কা‘বা ও মসজিদে নববীর নকশা আকা বা ছবি স্থাপন করা কিংবা চাঁদ, তারা ও যোগ চিহ্ন সহ বিভিন্ন রকমের নকশা করা (৬) ইট-বালি-সিমেন্ট ও টাইলস দ্বারা মিম্বর তৈরি করা ও তিন স্তরের বেশী স্তর বানানো (৭) পিলার বা দেওয়ালের মাঝে কাতার করা (৮) মসজিদে প্রবেশ করে সরাসরি বসে পড়া (৯) সর্বদা মসজিদে নির্দিষ্ট স্থানে ছালাত আদায় করা (১০) বেশী নেকীর আশায় বড় মসজিদে গমন করা (১১) লাল বাতি জ্বললে সুন্নাতের নিয়ত করবেন না (১২) মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা (১৩) মসজিদে হারানো বিজ্ঞপ্তি ও মৃত্যু সংবাদ প্রচার করা (১৪) মুছল্লীর সামনে সুতরা রেখে চলে যাওয়া (১৫) মসজিদে বিদ‘আতী কর্মকান্ড সংঘটিত হওয়া (১৬) মসজিদে ঈদের ছালাত আদায় করা (১৭) অশিক্ষিত ও আদর্শহীন ব্যক্তিদের দ্বারা মসজিদের কমিটি গঠন করা (১৮) অযোগ্য ও পেটপূজারী ব্যক্তিকে ইমাম নিয়োগ করা (১৯) মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া (২০) মসজিদ স্থানান্তর করা যাবে না বা জমি বিক্রয় করা যাবে না মর্মে বিশ্বাস করা (২১) মসজিদকে কেন্দ্র করে সমাজ বিভক্ত করা (২২) মসজিদের প্রতি অবহেলা প্রদর্শন করা ছালাতের সময় অনুচ্ছেদ ৮ টি (১) ফজর ছালাতের ওয়াক্ত (২) যোহরের ছালাতের ওয়াক্ত (৩) আছরের ছালাতের ওয়াক্ত (৪) মাগরিবের ওয়াক্ত (৫) এশার ওয়াক্ত ছালাতের সময় সম্পর্কে অন্যান্য যঈফ ও জাল হাদীছ আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের গুরুত্ব জামা‘আতের চেয়ে আউয়াল ওয়াক্ত বেশী গুরুত্বপূর্ণ আযান ও ইক্বামত অনুচ্ছেদ ১২ টি (১) আযানের ফযীলত (২) মসজিদের বাম পার্শ্ব থেকে আযান দেয়া আর ডান পার্শ্ব থেকে ইক্বামত দেয়া (৩) আযানের পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা, কুরআনের আয়াত পড়া, ইসলামী গযল বলা, বিভিন্ন দু‘আ পড়া, মানুষকে ডাকাডাকি করা, ফজরের আযানের পূর্বে ‘আছ-ছালাতু খায়রুম মিনান্নাঊম’ বলা (৪) ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্’-এর জবাবে ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলা (৫) ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাঊম’-এর জবাবে ‘ছাদাক্বতা ওয়া বারারতা’ বলা (৬) ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ শুনে শাহাদাত আঙ্গুলে চুম্বন করা ও চোখে মাসাহ করা (৭) হাত তুলে আযানের দু‘আ পাঠ করা এবং শেষে ‘লা ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ’ বলা (৮) আযানের দু‘আয় বাড়তি অংশ যোগ করা (৯) কাতার সোজা হওয়ার পর ইক্বামত দেওয়া (১০) ইক্বামতের বাক্যগুলো জোড়া জোড়া দেয়ার পক্ষে গোঁড়ামী করা (১১) ইক্বামতে ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ’-এর জবাবে ‘আক্বা-মাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা (১২) ইক্বামতের শেষে আল্লাহু আকবার’ একবার বলা জামা‘আত ও ইমামতি অনুচ্ছেদ ১২ টি (১) জায়নামাযের দু‘আ পাঠ করা ও মুখে নিয়ত বলা (২) ফযীলতের আশায় মাথায় পাগড়ী বাঁধা (৩) ছালাতের সময় টুপি না পরা (৪) ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করা (৫) কাতারের মধ্যে পরস্পরের মাঝে ফাঁক রেখে দাঁড়ানো (৬) জামা‘আত আরম্ভ করার সময় মুক্তাদীদেরকে কাতার সোজা করার কথা না বলা (৭) ডান দিক থেকে কাতার পূরণ করা (৮) সামনের কাতার পূরণ না করে পিছনের কাতারে দাঁড়ানো (৯) কাতার পূরণ হওয়ার পর সামনের কাতার থেকে একজনকে টেনে নিয়ে দাঁড়ানো (১০) ছালাতে দাঁড়ানো অবস্থায় ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করা যাবে না বলে ধারণা করা (১১) জামা‘আতে হাযির হতে বিলম্ব করা (১২) জামা‘আত হয়ে গেলে পুনরায় জামা‘আত করতে নিষেধ করা এবং ছালাত পড়ার সময় ইক্বামত না দেয়া ছালাতের পদ্ধতি অনুচ্ছেদ ৫০ টি (১) ছালাতে রাফ‘উল ইয়াদায়েন না করা মানসূখ সংক্রান্ত বর্ণনা : হাদীছ জাল করার এক অভিনব কৌশল মানসূখ কাহিনী : ঐতিহাসিক মিথ্যাচার অপব্যাখ্যা ও তার জবাব রাফ‘উল ইয়াদায়েন করার ছহীহ হাদীছ সমূহ রাফ‘উল ইয়াদায়েনের গুরুত্ব ও ফযীলত (২) নাভীর নীচে হাত বাঁধা বুকের উপর হাত বাঁধার ছহীহ হাদীছ সমূহ ইমাম তিরমিযী ও ইবনু কুদামার মন্তব্য এবং পর্যালোচনা হাত বাঁধার বিশেষ পদ্ধতি বানোয়াট পুরুষ ও মহিলার ছালাতের পার্থক্য করা (৩) ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ (এক) জেহরী ও সের্রী কোন ছালাতেই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। দলীল হিসাবে নিম্নের আয়াত ও কিছু হাদীছ পেশ করা হয়। (দুই) শুধু জেহরী ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। অনেক শীর্ষ বিদ্বান এই দাবী করেছেন। শায়খ আলবানী (রহঃ) জেহরী ছালাতে সূরা ফাতিহা পড়ার বিষয়টিকে ‘মানসূখ’ বলেছেন।[1] সেই সাথে অনেক আছারকেও বিশুদ্ধ বলেছেন।[2] দলীল হিসাবে নিম্নের হাদীছ পেশ করা হয়েছে। (তিন) জেহরী ছালাতে চুপে চুপে শুধু সূরা ফাতিহা পাঠ করলে সমস্যা নেই (৪) নীরবে আমীন বলা জোরে আমীন বলার ছহীহ হাদীছ সমূহ (৫) সূরা ফাতিহা শেষে তিনবার আমীন বলা (৬) সূরা ফাতিহার পর সাকতা করা (৭) জেহরী ছালাতে ‘আঊযুবিল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ সরবে পড়া ‘বিসমিল্লাহ’ নীরবে বলার ছহীহ হাদীছ (৮) ক্বিরাআতের জবাব প্রদানে ত্রুটি যে যে সূরা ও আয়াতের জবাব দিতে হবে (৯) ছালাত অবস্থায় এদিক সেদিক লক্ষ্য করা (১০) রুকূ থেকে উঠার পর পুনরায় হাত বাঁধা (১১) সিজদায় যাওয়ার সময় আগে মাটিতে হাঁটু রাখা ও হাঁটুর উপর ভর দিয়ে উঠা আগে হাত রাখার ছহীহ হাদীছ সমূহ (১২) দুই সিজদার মাঝে দু‘আ না পড়া (১৩) দ্বিতীয় ও চতুর্থ রাক‘আতের জন্য উঠার সময় সিজদা থেকে উঠে না বসে সরাসরি উঠে যাওয়া হাতের উপর ভর করে উঠার ছহীহ হাদীছ (১৪) ক্বিরাআত, রুকূ-সিজদা ও ছালাতের অন্যান্য আহকাম খুব তাড়াহুড়া করে আদায় করা ছালাতে ধীরস্থিরতা না থাকার মূল কারণ ফেক্বহী মূলনীতি (১৫) সালামের বৈঠকে নিতম্বের উপর না বসে বাম পায়ের উপর বসা (১৬) সহো সিজদার জন্য ডানে একবার সালাম ফিরানো এবং পুনরায় তাশাহ্হুদ পড়া (১৭) তাশাহ্হুদে বসে শাহাদাত আঙ্গুল একবার উঠানো (১৮) দ্বিতীয় সালামের শেষে ‘ওয়াবারাকা-তুহু’ যোগ করা (১৯) সালাম ফিরানোর পর ইমামের ঘুরে না বসা (২০) সালাম ফিরানোর পর সাথে সাথে উঠে যাওয়া (২১) সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে দু‘আ পড়া (২২) আয়াতুল কুরসী পড়ে বুকে ফুঁক দেয়া (২৩) ‘ফাকাশাফনা আনকা গিত্বাআকা’.. পড়ে চোখে মাসাহ করা (২৪) ফজর ও মাগরিব ছালাতের পর সূরা হাশরের শেষ তিনটি আয়াত পড়া (২৫) মুনাজাত করা শারঈ মানদন্ডে মুনাজাত (২৬) তাসবীহ দানা দ্বারা তাসবীহ গণনা করা ডান হাতে তাসবীহ গণনা করার হাদীছ সমূহ (২৭) ফজর ছালাতের পর ১৯ বার ‘বিসমিল্লাহ’ বলা (২৮) ফজর ও মাগরিবের পর যিকির করা এক নযরে ছালাতের পদ্ধতি ক্বাযা ছালাত অনুচ্ছেদ ৩ টি (১) ক্বাযা ছালাত আদায় করতে বিলম্ব করা এবং নিষিদ্ধ ওয়াক্ত শেষ হওয়ার অপেক্ষা করা (২) ক্বাযা ছালাত জামা‘আত সহকারে না পড়া (৩) ‘উমরী ক্বাযা’ আদায় করা সফরের ছালাত অনুচ্ছেদ ৩ টি (১) সফর অবস্থায় ছালাত ক্বছর করে পড়াকে অবজ্ঞা করা (২) ক্বছরের জন্য ৪৮ মাইল নির্ধারণ করা (৩) হজ্জের সফরে ছালাত ক্বছর না করা সুন্নাত ছালাত সমূহ অনুচ্ছেদ ৯ টি (১) ফজরের ছালাতের জামা‘আত চলা অবস্থায় সুন্নাত পড়তে থাকা (২) মাগরিবের পূর্বের দুই রাক‘আত ছালাতকে অবজ্ঞা করা মাগরিবের পূর্বে সুন্নাত পড়ার ছহীহ দলীল (৩) মাগরিবের পর ছালাতুল আউয়াবীন পড়া ছহীহ হাদীছের আলোকে ‘ছালাতুল আউয়াবীন’ (৪) মাগরিব ছালাতের পর চার রাক‘আত সুন্নাত পড়া (৫) ফরয ছালাতের স্থানে সুন্নাত ছালাত আদায় করা সুন্নাত ছালাত পড়ার ফযীলত সমূহ (৬) ছালাতুত তাসবীহ আদায় করা বিতর ছালাত অনুচ্ছেদ ১১ টি (১) এক রাক‘আত বিতর না পড়া এক রাক‘আত বিতর পড়ার ছহীহ হাদীছ সমূহ (২) তিন রাক‘আত বিতর পড়ার সময় দুই রাক‘আতের পর তাশাহ্হুদ পড়া এক সঙ্গে তিন রাক‘আত বিতর পড়ার ছহীহ দলীল (৩) কুনূত পড়ার পূর্বে তাকবীর দেওয়া ও হাত উত্তোলন করে হাত বাঁধা (৪) কুনূত পড়ার পর মুখে হাত মাসাহ করা কুনূত পড়ার ছহীহ নিয়ম (৫) বিতরের কুনূতে ‘আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ও নাস্তাগফিরুকা.... মর্মে ‘কুনূতে নাযেলার’ দু‘আ পাঠ করা (৬) ফজর ছালাতে নিয়মিত কুনূত পড়া রাতের ছালাত রাতের ছালাতের ফযীলত ছালাতুল জুম‘আ অনুচ্ছেদ ২২ টি (১) জুম‘আর ছালাতের জন্য দুই আযান দেওয়া (২) আরবী ভাষায় খুৎবা প্রদান করা এবং খুৎবার পূর্বে মিম্বরে বসে বক্তব্য দেওয়া (৩) জুম‘আর ছালাতের মুছল্লী নির্দিষ্ট করা (৪) জুম‘আর পূর্বে নির্দিষ্ট রাক‘আত ছালাত আদায় করা ছহীহ হাদীছের আলোকে জুম‘আর ছালাতের সুন্নাত (৫) গ্রামবাসীর উপর জুম‘আ নেই এবং শহর ছাড়া জুম‘আর ছালাত হবে না বলে বিশ্বাস করা গ্রামে-গঞ্জে জুম‘আ পড়ার ছহীহ হাদীছ (৬) আখেরী যোহর পড়া (৭) ইট-বালি-সিমেন্ট ও টাইলস দ্বারা তৈরি মিম্বারে বসে খুৎবা দান করা (৮) মিম্বরের পাশে বসা ব্যক্তিদের সাথে সালাম বিনিময় করা : (৯) জুম‘আর খুৎবা দুই রাক‘আত ছালাতের সমান (১০) খুৎবার সময় ইমামের দিকে লক্ষ্য না করা (১১) খুৎবার সময় মসজিদে এসে ছালাত না পড়েই বসে পড়া খুৎবার সময় ছালাত আদায় করার ছহীহ দলীল (১২) লাঠি ছাড়া খুৎবা দেওয়া (১৩) বিনা কারণে জুম‘আর ছালাত ত্যাগ করলে কাফফারা দেওয়া : (১৪) ফযীলতের আশায় জুম‘আর দিন পাগড়ী পরিধান করা (১৫) দু‘আ চাওয়া এবং সালামের পর সম্মিলিত মুনাজাত করা (১৬) জুম‘আর দিন চুপ থেকে খুৎবা শুনলে ৭ কোটি ৭ লক্ষ ৭০ হাযার নেকী হবে (১৭) জুম‘আর দিন আছর ছালাতের পর ৮০ বার দরূদ পড়া (১৮) জুম‘আর দিন কবর যিয়ারত করা (১৯) জুম‘আতুল বিদা পালন করা ছালাতুল জানাযা অনুচ্ছেদ ২১ টি (১) মুমূর্ষু কিংবা মৃত্যু ব্যক্তির পাশে কুরআন পাঠ করা বা সূরা ইয়াসীন পড়া (২) ক্বিবলার দিকে মাথা রাখা (৩) মৃত স্বামী বা স্ত্রীকে দেখতে ও গোসল করাতে না দেয়া (৪) মারা যাওয়ার পর চুল, নখ ইত্যাদি কাটা (৫) সাত কিংবা পাঁচ কাপড়ে কাফন পরানো তিন কাপড়ে কাফন দেয়ার ছহীহ হাদীছ (৬) কালেমা পড়া ব্যক্তির জানাযা পড়া (৭) তাকবীর দেওয়ার সময় একবার হাত উত্তোলন করা (৮) মৃত্যু ব্যক্তির কোন অঙ্গের উপর জানাযা করা (৯) মসজিদে জানাযা পড়তে নিষেধ করা (১০) মৃত্যু সংবাদ প্রচার করা (১১) জানাযা পড়ার সময় মৃত ব্যক্তি ভাল ছিল কি-না জিজ্ঞেস করা (১২) জানাযার ছালাতে ছানা পড়া (১৩) জানাযার ছালাতে সূরা ফাতিহা না পড়া জানাযার ছালাতে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ (১৪) মৃত ব্যক্তিকে কবরে চিত করে শোয়ানো (১৫) মাটি দেয়ার সময় ‘মিনহা খালাক্বনা-কুম... দু‘আ পড়া (১৬) জানাযার ছালাত পর কিংবা দাফনের পর মুনাজাত করা (১৭) কবরস্থানে গিয়ে সূরা ইয়াসীন বা কুরআন তেলাওয়াত করা (১৮) কবর খনন করা ও জানাযা সম্পর্কে মিথ্যা ফযীলত বর্ণনা করা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে প্রচলিত বিদ‘আত ও কুসংস্কার :