পরিচ্ছেদঃ ২৩: মোজা পরে সালাত আদায় করা
৭৭৪. মুহাম্মাদ ইবনু ’আবদুল আ’লা (রহ.) ..... হাম্মাম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি জারীর (রাঃ)-কে দেখলাম যে, তিনি প্রস্রাব করলেন, তারপর পানি আনিয়ে উযূ করলেন এবং মোজার উপর মাসেহ করলেন। পরে উঠে সালাত আদায় করলেন। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে এরূপ করতে দেখেছি।
الصلاة في الخفين
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قال: حَدَّثَنَا خَالِدٌ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قال: رَأَيْتُ جَرِيرًا بَالَ، ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى فَسُئِلَ عَنْ ذَلِكَ، فَقال: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۱۸ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 775 - صحيح
23. Praying In Khuffs
It was narrated that Hammam said: I saw Jarir urinate, then he called for water and performed wudhu, and wiped over his Khuffs, then he stood up and prayed. He was asked about that and he said: 'I saw the Prophet(ﷺ) do exactly like this.'