পরিচ্ছেদঃ ২০: কয়েদীকে মসজিদের খুঁটির সাথে বাঁধা
৭১২. কুতায়বাহ্ (রহ.) ..... সা’দ ইবনু আবু সাঈদ (রহ.) হতে বর্ণিত। তিনি আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (সা.) এর একদল সৈন্য নাজদের দিকে পাঠালেন। তারা ইয়ামামাহ্বাসীদের সর্দার সুমামাহ্ ইবনু উসাল নামক বানু হানীফাহ্-এর এক ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন। তাকে মসজিদের এক খুঁটির সঙ্গে বাঁধা হলো। [সংক্ষিপ্ত]।
ربط الأسير بسارية المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ: ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ الْيَمَامَةِ، فَرُبِطَ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ مُخْتَصَرٌ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۸۹ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 713 - صحيح
20. Tying Prisoners Of War To A Pillar In The Masjid
It was narrated from Sa'eed bin Abi Sa'eed that he heard Abu Hurairah say: The Messenger of Allah (ﷺ) sent some horsemen toward Najd, and they brought back a man from Banu Hanifah who was called Thumamah bin Uthal, the chief of the people of Al-Yamamah. Then he was tied to one of the pillars of the Masjid.