পরিচ্ছেদঃ ১৭. দাঁতের দিয়াত
২৪১৩. আমর ইবনু হাযম তার পিতা হতে, তার দাদা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের (প্রতিটি দাঁতের বিনিময়ে) দিয়াত পাঁচটি উট ফায়সালা করেছেন।[1]
بَاب فِي دِيَةِ الْأَسْنَانِ
أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ مُحَمَّدٍ أَخْبَرَنَا عَبْدَةُ عَنْ سَعِيدٍ عَنْ مَطَرٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَسْنَانِ خَمْسًا خَمْسًا مِنْ الْإِبِلِ
اخبرنا عثمان بن محمد اخبرنا عبدة عن سعيد عن مطر عن عمرو بن شعيب عن ابيه عن جده قال قضى رسول الله صلى الله عليه وسلم في الاسنان خمسا خمسا من الابل
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান, মাত্বর ইবনু তাহমান আল ওয়ারাক এর কারণে।
তাখরীজ: ইবনু আবী শাইবা, ৯/১৮৬ নং ৭০১৪; নাসাঈ, কাসামাহ ৮/৫৫; বাইহাকী, দিয়াত ৮/৮৯; আবূ দাউদ, দিয়াত, ৪৫৬৩ জাইয়্যেদ সনদে। পরবর্তী হাদীসটিও দেখুন।
তাখরীজ: ইবনু আবী শাইবা, ৯/১৮৬ নং ৭০১৪; নাসাঈ, কাসামাহ ৮/৫৫; বাইহাকী, দিয়াত ৮/৮৯; আবূ দাউদ, দিয়াত, ৪৫৬৩ জাইয়্যেদ সনদে। পরবর্তী হাদীসটিও দেখুন।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবু বকর ইবন মুহাম্মাদ ইবন আমর ইবন হাযম (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১৫. রক্তপণ অধ্যায় (كتاب الديات)