পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১২০৫(২৪). আল-হাসান ইবনুল খিদর (রহঃ) ... উবায়দুল্লাহ ইবনে আবু রাফে (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলতেন, তোমরা যুহর ও আসরের নামাযের প্রথম দুই রাকআতে ইমামের পিছনে সূরা আল-ফাহিতা এবং (এর সাথে) অন্য একটি সূরা পড়ো। এই সনদসূত্র সহীহ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
ثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ ، ثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ النَّسَائِيُّ ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، ثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، عَنْ مَعْمَرٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، قَالَ كَانَ عَلِيٌّ يَقُولُ : " اقْرَءُوا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ وَالْعَصْرِ خَلْفَ الْإِمَامِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ " . وَهَذَا إِسْنَادٌ صَحِيحٌ