৭৮৯

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৭৮৯(২৭). আল-হাসান ইবনে রাশীক (রহঃ) ... হাম্মাদ ইবনে যায়েদ (রহঃ) বলেন, আমি ও জারীর ইবনে হাযেম (রহঃ) আল-জালাদ ইবনে আইয়ুবের নিকট গেলে তিনি আমাদের কাছে রক্তপ্রদরের রোগিনী সংশ্লিষ্ট এই হাদীস বর্ণনা করেন : সে তিন দিন অথবা পাঁচ দিন অথবা সাত দিন অথবা দশ দিন অপেক্ষা করবে। আমরা তার সঙ্গে একমত হলাম, তবে তিনি হায়েয ও ইস্তিহাযার মধ্যে কোন পার্থক্য করেন না।

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ رَشِيقٍ ، نَا عَلِيُّ بْنُ سَعِيدٍ ، ثَنَا ابْنُ حِسَابٍ ، ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، قَالَ : ذَهَبْتُ أَنَا وَجَرِيرُ بْنُ حَازِمٍ إِلَى الْجَلْدِ بْنِ أَيُّوبَ ، فَحَدَّثَنَا بِهَذَا الْحَدِيثِ فِي الْمُسْتَحَاضَةِ : تَنْتَظِرُ ثَلَاثًا خَمْسًا سَبْعًا عَشْرًا ، فَذَهَبْنَا نُوَقِّفُهُ ، فَإِذَا هُوَ لَا يَفْصِلُ بَيْنَ الْحَيْضِ وَالِاسْتِحَاضَةِ

حدثنا الحسن بن رشيق ، نا علي بن سعيد ، ثنا ابن حساب ، ثنا حماد بن زيد ، قال : ذهبت انا وجرير بن حازم الى الجلد بن ايوب ، فحدثنا بهذا الحديث في المستحاضة : تنتظر ثلاثا خمسا سبعا عشرا ، فذهبنا نوقفه ، فاذا هو لا يفصل بين الحيض والاستحاضة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
২. ঋতুস্রাব (كتاب الحيض)