পরিচ্ছেদঃ ৭. মদের পেয়ালা সম্পর্কে
৩৭০১। শারীক (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি তার সনদে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা নেশা উদ্রেককারী বস্তু বর্জন করো।[1]
সহীহ।
بَابٌ فِي الْأَوْعِيَةِ
حَدَّثَنَا الْحَسَنُ يَعْنِي ابْنَ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا شَرِيكٌ، بِإِسْنَادِهِ قَالَ: اجْتَنِبُوا مَا أَسْكَرَ
صحيح
حدثنا الحسن يعني ابن علي، حدثنا يحيى بن ادم، حدثنا شريك، باسناده قال: اجتنبوا ما اسكر
صحيح
[1]. আহমাদ। এর সনদে রবী‘আহ এবং তার পিতা দু’ জনেই অজ্ঞাত। কিন্তু হাদীসটি শাহিদ হাদীস থাকার কারণে সহীহ।
The tradition mentioned above has also been transmitted by Sharik through a different chain of narrators. This version has:
Avoid that which produces intoxication.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ শারীক ইবনু আবদুল্লাহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২১/ পানীয় দ্রব্য (كتاب الأشربة)