৪৯৩৯

পরিচ্ছেদঃ ৮. টিড্‌ডি খাওয়ার বৈধতা

৪৯৩৯-(৫২/১৯৫২) আবূ কামিল জাহদারী (রহঃ) ..... ’আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাতটি যুদ্ধে যোগদান করেছি, তখন আমরা টিডডি খেয়েছি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৮৮, ইসলামিক সেন্টার ৪৮৮৯)

باب إِبَاحَةِ الْجَرَادِ ‏‏

حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي أَوْفَى قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ نَأْكُلُ الْجَرَادَ ‏.‏


Ibn Abu Aufa reported: We went on seven expeditions with Allah's Messenger (ﷺ) and ate locusts.